• ঢাকা
  • রবিবার, ২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ; ১৬ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

রেনেসাঁ স্টুডেন্ট ফোরাম মাহতাব পুর কর্তৃক এস এস সিও দাখিল  কৃতি সংবর্ধনা২৪  সম্পন্ন 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:০৮ পিএম;
রেনেসাঁ স্টুডেন্ট ফোরাম মাহতাব পুর কর্তৃক এস এস সিও দাখিল  কৃতি সংবর্ধনা২৪  সম্পন্ন 
রেনেসাঁ স্টুডেন্ট ফোরাম মাহতাব পুর কর্তৃক এস এস সিও দাখিল  কৃতি সংবর্ধনা২৪  সম্পন্ন 

বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেট বিশ্বনাথে মাহতাব পুর এ এসএসসি, দাখিল  পরীক্ষায় উত্তীর্ণ  কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে রেনেসাঁ স্টুডেন্ট ফোরাম মাহতাব পুর । আজ বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১০.৩০ টায় মাহতাব পুর পুরাতন প্রাথমিক বিদ্যালয় ভবনে  এ সংবর্ধনার আয়োজন করা হয়। .

 .

অত্র সংগঠনের সভাপতি  মুহাম্মদ আবুসাঈদ এর সভাপতিত্বে  ত্বে.  ক্বারী গোলাম হসেন ও নুরুল আমিন এর  সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্বনাথ রাগীব রাবেয়া ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক মো: সাইদুর রহমান , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা, সাবেক সভাপতি  ও  পশ্চিম গোয়াইনঘাট আদর্শ দাখিল মাদরাসা'র সহ-সুপার কবি মাওলানা আবুযর মাহতাবী,  বিশিষ্ট ব্যবসায়ী জনাব শামসুল হক মোল্লা, অত্র সংগঠনের সাবেক সভাপতিবৃন্দ যথাক্রমে ফয়সল আহমদ মামুন, আবুতোরাব, জুয়েল আহমদ,  সুহেল আহমদ,মাসুদ আনওয়ার, প্রমুখ।.

 .

কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মো সাইদুররহমান বলেন, ‘মেধাবীরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে। প্রাতিষ্ঠানিক পড়ালেখার ক্ষেত্রে যেভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখেছো, তার সাথে যদি নৈতিকতার ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করতে না পারো তাহলে এ মেধা দেশ ও জাতির কল্যাণে লাগানো যাবে না।.

 .

’কৃতি শিক্ষার্থীদের পুরস্কার স্পনসরকারী জনাব আব্দুস সালম, আব্দুল আজিজ ও আশরাফুল ইসলাম কে রেনেসাঁর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ